আন্তর্জাতিক

একদিনে রেকর্ড সংখ্যক মানুষের ওমরাহ পালন

একদিনে রেকর্ড সংখ্যক মানুষের ওমরাহ পালন

মক্কার গ্রান্ড মসজিদে একদিনে রেকর্ড সংখ্যক মানুষ ওমরাহ পালন করেছেন। জানা গেছে, বুধবার সেখানে প্রায় পাঁচ লাখ মানুষ ওমরাহ পালন করেন।

Advertisement

এই নজিরবিহীন উপস্থিতি সেখানের নিরাপত্তা ও সহজ চলাচল নিশ্চিত করার ক্ষেত্রে উন্নত ব্যবস্থাপনার গুরুত্বকে তুলে ধরেছে।

ওমরাহ পালনকারীর সংখ্যা বাড়ায় গ্র্যান্ড মসজিদ ও প্রোফেট মসজিদবিষয়ক জেনারেল অথরিটি মসজিদের প্রধান প্রবেশপথে স্মার্ট সেন্সর ও উন্নত ক্যামেরা ব্যবহার করে একটি পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করেছে।

এই উদ্যোগের লক্ষ্য হলো রিয়েল-টাইমে ওমরাহ পালনকারীদের গতিপথ ট্র্যাক করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অপটিমাইজিং ক্রাউড ডিস্ট্রিবিউশন করা যাতে অপারেশনাল সক্ষমতা বাড়ে।

Advertisement

নতুন স্থাপিত স্মার্ট ক্যামেরাগুলো প্রবেশের গতিবিধি শানাক্ত করছে। যাতে ভিড়ের স্থানগুলোর তাৎক্ষণিক পর্যবেক্ষণ এবং সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ সম্ভব হয়।

রিয়েল-টাইম ও তথ্যের ওপর নির্ভর করে সিস্টেমটি কৌশলগত সিদ্ধান্ত গ্রহণকে সহজতর করছে, যাতে মুসল্লিদের প্রবেশ ও প্রস্থান নির্বিঘ্নে নিশ্চিত করা যায়।

এই উদ্যোগটি ভিড় ব্যবস্থাপনার উন্নতির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ, বিশেষ করে যখন মসজিদে রেকর্ড সংখ্যক মানুষ উপস্থিত হচ্ছেন।

কর্তৃপক্ষ নিশ্চিত করে জানিয়েছে, প্রযুক্তিটি প্রধান প্রবেশপথগুলোতে সংযুক্ত করা হয়েছে, গ্র্যান্ড মসজিদের ভেতরে ভিড় পর্যবেক্ষণ ও চলাচল নিয়ন্ত্রণ আরও উন্নত করার জন্য ধীরে ধীরে তা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

Advertisement

সূত্র: সৌদি গেজেট

এমএসএম