দেশজুড়ে

আশাশুনিতে বোমা বিস্ফোরণে বাবা-মেয়ে আহত

সাতক্ষীরার আশাশুনি উপজেলার তুষারডাঙ্গা এলাকায় পরিত্যাক্ত বোমা বিস্ফোরণে বাবা-মেয়ে আহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, তুয়ারডাঙ্গা গ্রামের সামছুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৪৪) ও তার মেয়ে রুবিনা পারভীন (১৮)।প্রত্যক্ষদর্শীরা জানান, শফিকুল ইসলাম বোমা বানিয়ে ধানের গোলার ভিতর রেখে দিয়েছিলেন। বুধবার বাবা মেয়ে গোলায় ধান পাড়তে গেলে অসাবধানবশত বোমার প্যাকেটে ধাক্কা লাগলে বোমাটি বিস্ফোরিত হয়। এতে মেয়ে ও বাবা দুজনই আহত হন। আশাশুনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি আসাদুজ্জামান জাগো নিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মেয়েটির মোবাইল ফোনে আমাকে জানিয়েছে ঘরের মধ্যে ব্যাটারির বিস্ফোরণ হয়েছে।তিনি আরও জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বোমার বিস্ফোরণ ঘটলে অবশ্যই আইনি ব্যাবস্থা নেওয়া হবে। আকরামুল ইসলাম/এফএ/এবিএস