দেশজুড়ে

টাঙ্গাইলে অবৈধভাবে পোল্ট্রি ফার্ম নির্মাণের অভিযোগ

টাঙ্গাইলের ভূয়াপুরের গোবিন্দাসি এলাকায় পরিবেশ অধিদফতরের অনুমতি ছাড়াই অবৈধভাবে বাণিজ্যিক পোল্ট্রি ফার্ম নির্মাণের অভিযোগ উঠেছে। ফার্মের বর্জে ভরাট হওয়া পুকুর ও ডোবায় সৃষ্ট জীবাণু থেকে অস্বাস্থ্যকর হচ্ছে গ্রামটির পরিবেশ। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে এলাকাবাসী।গ্রামবাসীর অভিযোগে জানা যায়, ভূয়াপুর উপজেলার গোবিন্দাসি এলাকার স্থানীয় প্রভাবশালী হালিম মন্ডল নামে এক ব্যবসায়ী   ৭ বছর আগে গ্রামের এক গরিব কৃষকের কাছ থেকে জমিটি লিজ নেন। সেই লিজ নেয়া জমিতে ছোট পরিসরে পোল্ট্রি ফার্ম শুরু করেন। শুরুর দিকে ফার্মটি ছোট আকারে থাকায় মুরগির মল ফার্মের ভিতরেই গর্ত খুঁড়ে রাখতো। সে সময় দুর্গন্ধ পুরো এলাকায় ছড়িয়ে না পরলেও শুধু ফার্মের আশপাশেই থাকতো। এদিকে, ব্যবসা লাভজনক হওয়ায় তিনি দিনের পর দিন মুরগির সংখ্যা বৃদ্ধি করে আসছেন। এর পাশাপাশি প্রভাব খাঁটিয়ে ও জোরপূর্বক মুরগির মল ফার্মের ভেতর না ফেলে অন্যের পুকুরে ফেলছেন। প্রতিবাদ করলে নানা রকমের হুমকিসহ মামলার ভয় দেখিয়ে জিম্মি করে রাখছেন বলে অভিযোগ স্থানীয়দের। এভাবেই দীর্ঘদিন যাবৎ তিনি প্রায় ১০ হাজার লেয়ার মুরগির মল ফেলে গ্রামের ৫/৬টি পুকুর ভরাট করে ফেলেছে। ফলে পুরো গ্রামেই এর দুর্গন্ধ ছড়িয়ে পরড়ছে। ফার্মের বর্জ্য ফেলা পুকুর থেকে আশপাশের বাসা বাড়িতে সৃষ্ট পোকা ও জীবাণু ঘরে প্রবেশ করছে। এর ফলে প্রতিনিয়তই অসুখের শিকার হচ্ছে শিশু, বৃদ্ধসহ বিভিন্ন বয়সের নর-নারী। এ অস্বাস্থ্যকর পরিবেশের কারণে এই গ্রামে দূরের কোনো আত্মীয় স্বজনও আসতে পারে না। এর ফলে পুরো গ্রামের প্রায় সহস্রাধিক পরিবার মানবেতর জীবনযাপন করছেন। এ প্রসঙ্গে পোল্ট্রি ফার্মের মালিক আব্দুল হালিম মন্ডল স্থানীয়দের সমস্যার কথা স্বীকার করেছেন। অতি দ্রুত গর্ত খুঁড়ে ফার্মের বজ্য অপসারণ করার ব্যবস্থা করবেন বলেও জানিয়েছেন তিনি।পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম খান জানান, ভূয়াপুরের গোবিন্দাসি এলাকার এই ফার্ম পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পরিচালিত হচ্ছে। মল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ফার্ম মালিককে পরিবেশের ছাড়পত্র দেয়া হয়নি।টাঙ্গাইল সিভিল সার্জন ডা. সৈয়দ ইবনে সাঈদ বলেন, ফার্মের বর্জ্য থেকে সৃষ্ট দুর্গন্ধ ও জীবাণু স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ। এ থেকে শ্বাসপ্রশ্বাসের সমস্যাসহ নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ।এ ব্যাপারে টাঙ্গাইল জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন জানান, ফার্মটি অবৈধভাবে গড়ে উঠেছে। ইতোপূর্বে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ টাকা জরিমানা করে এ ফার্ম মালিককে। এ সময় ফার্মের বর্জ্য সমস্যা সমাধানের জন্য ১৫ দিন সময় দেয়া হয়েছিল।  এ সমস্যা সমাধান না করে পরিচালিত ফার্মটি খুব দ্রুত বন্ধ করার আশ্বাস দেন তিনি।আরিফ উর রহমান টগর/এসএস/এবিএস