লাইফস্টাইল

ঈদ কেনাকাটার সঙ্গী ‘অথবা ডট কম’

আর মাত্র কয়েকদিন পরই অনুষ্ঠিত হবে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। দীর্ঘ একমাস রোজার পর পরিবার নিয়ে সবাই মেতে উঠবেন ঈদ আনন্দে। এজন্যই চলছে প্রস্তুতি। প্রিয় মানুষের জন্য কেনা হচ্ছে পোশাকসহ নানা উপহার। কেউবা নতুন জিনিসে ঘর সাজাতে ব্যস্ত।

সারাদিন রোজা রেখে বাইরে গিয়ে শপিং করা যেমন কষ্টসাধ্য তেমনি সময় সাপেক্ষ। তাইতো অনেকেই ভরসা করেন অনলাইন কেনাকাটায়। বর্তমানে অনলাইন শপিং অনেক জনপ্রিয় হলেও রয়েছে ঠকে যাওয়ার সম্ভাবনা। তবে কিছু কিছু অনলাইন সাইট রয়েছে যেখানে আপনি নিশ্চিতে কেনাকাটা করতে পারবেন। যেমন- অথবা ডট কম।

আরও পড়ুন:

অনলাইনে কেনাকাটায় সতর্ক থাকা কেন জরুরি

অথবা ডট কমে পেয়ে যাবেন আপনার পছন্দের প্রায় সব পণ্য। যাকে বলে একের ভেতর সব। এখানে রয়েছে ঘর-সাজানোর জিনিসপত্র, ইলেকট্রনিক্স পণ্য, মেডিসিন, গ্রোসারিজ, স্কিনকেয়ারের পণ্য, পোশাক, জুতা, বাচ্চাদের খেলনাসহ বাহারি সব পণ্য। খুব সহজেই আপনি বেছে নিতে পারবেন আপনার প্রয়োজনীয় সব।

শুধু তাই নয়, অথবাতে বিভিন্ন পণ্যে রয়েছে দারুণ সব ছাড়। যেমন- ছেলেদের টি-শার্টে ৭২%, শার্টে ৬৬%, প্যান্টে ৬৩%, জগারস কালেকশনে ৫৮% ও পাঞ্জাবিতে ৫৮% পর্যন্ত ছাড়। অন্যদিকে মেয়েদের সালোয়ার-কামিজে রয়েছে ৭৮%, শাড়িতে ৩০%, বোরকা ও হিজাবে ৫০% পর্যন্ত ছাড়। এছাড়া সব ধরনের জুতায় ২০% পর্যন্ত ছাড় রয়েছে।

এসব ছাড় শুধু পোশাকে নয়, গ্রোসারির বিভিন্ন পণ্যে রয়েছে ২০%, রান্না ঘরের টুকিটাকি পণ্যে ২৫%, ফার্নিচারে ১৫% পর্যন্ত ছাড়। তবে সবচেয়ে বেশি ৮০% ছাড় রয়েছে বাচ্চাদের পণ্যে।

অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতেও। এছাড়া বিকাশ ও নগদ পেমেন্টে করেছে ক্যাশ ব্যাক অফার। একই সঙ্গে ভিসা ও মাস্টার কার্ডে মিলবে এক্সট্রা ডিসকাউন্ট। সব মিলিয়ে অথবা আপনাকে দেবে অনলাইন শপিংয়ের দারুণ এক অভিজ্ঞতা।

জেএস/এমএস