বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহনগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় শনিবার মাঝ রাতে অভিযান চালায় পুলিশ। তবে এসময় বাসা কাউকে আটক বা গ্রেফতারের খবর পাওয়া যায়নি। রাত পৌণে দুইটার দিকে পুলিশের তিন প্লাটুন সদস্য শাহজাহানপুরে মির্জা আব্বাসের বাসায় যায়। এ সময় বাড়ির মেইন গেট বন্ধ পেয়ে অনেক ধাক্কাধাক্কি করে পুলিশ। কিন্তু গেট না খোলায় তারা ফিরে যায় বলে জানা গেছে। উল্লেখ্য, শনিবার রাত সাড়ে ১১টার দিকে যুবদল সভাপতি আলালক মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়ার বাসা থেকে আটক করা হয়। পুলিশের মোহাম্মদপুর জোনের এসি রাজিবুল হাসান জাগো নিউজকে বলেন, নাশকতা মূলক হামলার পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।