ইন্দোনেশিয়া থেকে ছাড়া এয়ার এশিয়ার একটি বিমান ১৬২ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়েছে। কিউজেড-৮৫০১ ফ্লাইটের বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল। বিবিসি জানিয়েছে, রোববার স্থানীয় সময় রোববার ভোর ৫টা ২০মিনিটে সুরাবায়া থেকে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের উদ্দেশ্যে কিউজেড ৮৫০১ ফ্লাইটটি যাত্রা করে। স্থানীয় সময় ৮টা ৩০ মিনিটে ফ্লাইটটি গন্তব্যে পৌঁছানোর কথা ছিল।