ভোলা রে, ও ভোলা—নিত্য দেখি তোর ঘাড়েতেমস্ত একটা ঝোলা।
কী ওটাতে? বল না ভোলা—নিত্য বয়ে বেড়াস,দিস না জবাব কোনোমতেছলে-বলে এড়াস।
বললো ভোলা—এই ঝোলাতেদুঃখ জমা রাখি,ঝোলার খবর নিতে কেনকরছো ডাকাডাকি?
দুঃখ নেবে? নাও না কিছুহাল্কা হবো দিয়ে—দুঃখের স্বাদটা পরখ করোএকটু খানিক নিয়ে।
সেদিন থেকে ভোলাকে আরকেউ ডাকে না পিছু—দুঃখি ভোলার দুঃখ ছাড়াঝোলায় কি নাই কিছু!
এসইউ/এমএস