অর্থনীতি

পাকিস্তান থেকে ২৬ হাজার টন চাল এলো

পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ টন চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, গত ৩১ জানুয়ারি জি-টু-জি চুক্তির আওতায় এসব চাল কেনা হয়েছে। চাল নিয়ে এমভি মরিয়ম জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

আরও পড়ুন বাজারে এখন অস্বস্তি শুধু চালের দামে বাজেটের মধ্যে মিলছে না পছন্দের পোশাক

জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে খালাসের কার্যক্রমও শুরু হয়েছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

এনএইচ/এমআরএম/এএসএম