জাতীয়

‘মেড ইন ইন্ডিয়া’ লিখে পুরোনো পাঞ্জাবি বিক্রি, ২ লাখ টাকা জরিমানা

দুই বছরের পুরোনো পাঞ্জাবিতে ‌‌‘মেড ইন ইন্ডিয়া’ স্টিকার লাগিয়ে বেশি দামে বিক্রি করছিল চট্টগ্রামের সেলিম পাঞ্জাবি মিউজিয়াম। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১৫ মার্চ) বিকেলে নগরীর রিয়াজ উদ্দিন বাজারের সেলিম পাঞ্জাবির প্রধান শোরুমে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ।

আরও পড়ুনঈদ কবে, কী বলছে আবহাওয়া অধিদপ্তরজাতিসংঘ মহাসচিবকে কেন নির্বাচনের টাইমফ্রেমের কথা বলবো

তিনি বলেন, ক্রেতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে রিয়াজ উদ্দিন বাজারের সেলিম পাঞ্জাবি মিউজিয়ামে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, অনেক পাঞ্জাবিতে তারা ‘মেড ইন ইন্ডিয়া’ স্টিকার লাগিয়ে বিক্রি করছেন। আবার অনেক পাঞ্জাবিতে ‘মুম্বাই পাঞ্জাবি’ স্টিকার লাগিয়ে বিক্রি করা হচ্ছে। এসব কাপড় আমদানির কাগজপত্র দেখতে চাইলে সেলিম পাঞ্জাবির মালিক জানান, অনেক কাপড় দুই বছর আগে আমদানি করেছেন। কাগজপত্র ফেলে দিয়েছেন। তারা নতুন কেনা কাপড়ের কাগজপত্রও দেখাতে পারেননি। তবে এসব কাপড় ঢাকা থেকে কিনে বিক্রি করা হচ্ছে বলে জানান সেলিম পাঞ্জাবির মালিক। এজন্য সেলিম পাঞ্জাবিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ফয়েজ উল্ল্যাহ বলেন, চট্টগ্রামে সেলিম পাঞ্জাবি বেশ জনপ্রিয় ব্র্যান্ড। চট্টগ্রামে তাদের কয়েকটি শোরুম রয়েছে। এই জনপ্রিয়তার সুযোগে তারা দেশি কাপড় ইন্ডিয়ান বলে বেশি দামে ক্রেতাদের কাছে বিক্রি করছেন। রোজার ঈদে যেহেতু পাঞ্জাবির কদর বেশি, এখন তারা বেশি দামের স্টিকার লাগিয়ে ক্রেতাদের কাছ থেকে বেশি অর্থ হাতিয়ে নিচ্ছেন। আমরা তাদের সতর্ক করেছি।

এমডিআইএইচ/কেএসআর/জেআইএম