দেশজুড়ে

কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ তাজুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান মোয়াবিয়া হুসাইনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার দেবপ্রসাদ পাল তাদের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।গত বৃহস্পতিবার (১৯ মে) সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই দুইজনকে বরখাস্ত করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ‘তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার অভিযোগপত্র আদালতে গৃহিত হওয়ায় তাদের দ্বারা উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী মর্মে সরকার মনে করে। সেহেতু উপজেলা পরিষদ আইন ১৯৯৮ (উপজেলা পরিষদ (সংশোধন) আইন ২০১১ দ্বারা সংশোধিত এর ১৩খ (১) ধারা অনুসারে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে তাজুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান মোয়াবিয়া হুসাইনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’আহমেদ নাসিম আনসারী/বিএ