মূল্য তালিকা না রাখা ও অতিরিক্ত মূল্যে ভোজ্যতেল বিক্রির অপরাধে চট্টগ্রামে ৬ দোকানিকে জরিমানা করেছেন সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৬ মার্চ) নগরীর অলঙ্কার মোড়ের আব্দুল আলী হাটে চালানো অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। অভিযানে ৬ দোকানিকে মোট ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুনবান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো গলাচিপার ইউএনওর ফেসবুক পোস্ট নিয়ে বিতর্ক, আইডি হ্যাকের দাবিনির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, আব্দুল আলী হাটে অভিযানের সময় বিভিন্ন মুদি দোকান, দৈনন্দিন কাঁচাবাজারের দোকানে মূল্য তালিকা না রাখা ও অতিরিক্ত মূল্যে ভোজ্যতেল বিক্রির অপরাধে ৬ দোকানিকে ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি না করার জন্য তাদের সতর্ক করা হয়েছে।
জনস্বার্থে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এমডিআইএইচ/কেএসআর