দেশজুড়ে

লক্ষ্মীপুরে বিএনপি প্রার্থীর মাইক্রোবাস ছিনতাই

লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী রেজাউল করিম লিটনের নির্বাচন কমিশন অনুমোদিত মাইক্রোবাসটি চালকসহ ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। বুধবার ভোরে জেলা শহরে প্রার্থীর বাসার সামনে থেকে এ ঘটনা ঘটে। এদিকে ভোটগ্রহণ চলাকালে সকাল সাড়ে এগারটা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে জাল ভোট প্রয়োগ ও কেন্দ্র এলাকায় বহিরাগতরা অবস্থান নেয়ার কারণে আট জনকে আটক করেছে পুলিশ। এসময় পশ্চিম লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক যুবককে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যামাণ আদালত।অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ মেয়র প্রার্থী আবু তাহেরের পক্ষে বিভিন্ন কেন্দ্রে বহিরাগত লোকজন প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারছে।জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু অভিযোগ করে বলেন, মেয়র প্রার্থীর জন্য নির্বাচন কমিশন থেকে অনুমোদিত নির্ধারিত মাইক্রোবাসটি বিএনপির মেয়র প্রার্থীর বাসার সামনে অবস্থান করছিলো। এসময় দুর্বৃত্তরা চালকসহ মাইক্রোবাসটি ছিনতাই করে নিয়ে যায়।এ ব্যাপারে লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া জানান, ছিনতাইয়ের বিষয়টি তার জানা নেই। তবে ভোরে একটি গাড়ির চাকা পাংচার করে দেয়া হয়েছে বলে তিনি শুনেছেন। ভোট কেন্দ্র এলাকা থেকে বিভিন্ন অভিযোগে আট জনকে আটক করা হয়েছে।প্রসঙ্গত, বুধবার সকাল ৮টা থেকে লক্ষ্মীপুর পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে। এতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের এবং বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে আছেন জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন। কাজল কায়েস/এফএ/পিআর