মানিকগঞ্জের ঘিওরে ঝড়ের সময় গাছ চাপায় রমজান আলী (৬৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এসময় আরো একজন আহত হয়েছেন।নিহত রমজান আলী ঘিওর উপজেলার শ্রীধর নগর গ্রামের আছর উদ্দিনের ছেলে। আহত হোসেন আলীকে উপজেল স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলা পরিষদের সামনে ঝড়ের সময় ওই দুই ব্যক্তি একটি কৃষ্ণচূড়া গাছের নিচে আশ্রয় নেন। এক পর্যায়ে গাছটি উপড়ে গেলে তারা চাপা পড়েন। পরে তাদের অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে চিকিৎসকরা রমজান আলীকে মৃত ঘোষণা করেন।ঘিওর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।বি.এম খোরশেদ/এআরএ/এবিএস