ঝিনাইদহের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শৈলকুপায় উপজেলার নিত্যনন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল কুদ্দুস (৫৫)।সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। তাদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর ও মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলাম ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী অপর আওয়ামী লীগ নেতা ফারুক গ্রুপের নেতাকর্মীরা পরস্পরের বাড়িঘরে হামলা করে ভাঙচুর ও লুটপাট শুরু করে। একপর্যায়ে ১২টার দিকে ফারুক গ্রুপের কর্মী আব্দুল কুদ্দুস ঘটনাস্থলেই নিহত হয়। এ খবর ছড়িয়ে পড়লে সংঘর্ষে আরো ব্যাপক আকার ধারণ করে।পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়। শৈলকুপা থানার ওসি ছগির মিয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চলছে।