নরসিংদীর ঘোড়াশাল পৌরসভায় আওয়ামী লীগ ও রায়পুরা পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।ঘোড়াশাল পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী শহর আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র শরিফুল হক শরিফ ৩৮ হাজার ৭৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির জাহাঙ্গীর হোসেন পেয়েছে এক হাজার ৯৯ ভোট।অন্যদিকে, রায়পুরা পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জামাল মোল্লা ৮ হাজার ৯৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির আবদুল কুদ্দুস পেয়েছে ৪ হাজার ৪৫০ ভোট। আওয়ামী লীগের প্রার্থী আফজাল হোসেন পেয়েছেন ৩ হাজার ৪৪৩ ভোট।সঞ্জিত সাহা/এআরএ/বিএ