হলিউড তারকাদের নিন্দিত হওয়ার ঘটনার তালিকা বেশ দীর্ঘ। এবার তালিকায় নাম লেখালেন এমা ওয়াটসন। ‘রিগ্রেশন’ ছবিতে খোলামেলা হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন ২৪ বছর বয়সী এই অভিনেত্রী। ২০১৫ সালে মুক্তির কথা থাকলেও এর আগে আমেরিকার কয়েকটি প্রেক্ষাগৃহে ছবিটির প্রাক-প্রদর্শনী দেখে বোদ্ধারা মনে করছেন, খোলামেলা দৃশ্যটির কোন প্রয়োজনই নেই। ‘হ্যারি পটার’ সিরিজের তারকা এমা ২০১৪ সালেই জাতিসংঘের নারী শাখার শুভেচ্ছা দূত নির্বাচিত হয়েছেন। এছাড়া ফাউন্ডেশন ফর ওমেন তাকে চলতি বছরের সেরা নারীবাদী তারকার খেতাব দিয়েছে। এ কারণে তার অনাবৃত হওয়াটা সমালোচনার জন্ম দিয়েছে। ছবিতে অ্যাঞ্জেলার চরিত্রে দেখা যাবে এমাকে। এছাড়াও তার সহশিল্পী হিসেবে আছেন মেরিল স্ট্রিপ, ইথান হক, ডেভিড থিউলিস, ডেভিড ডেনসিক প্রমুখ।