জাতীয়

বাদ আসর জানাযা : পূর্বেরচরে শায়িত হবে জিহাদ

আসর নামাযের পর জানাযা অনুষ্টিত হবে শিশু জিহাদের। পরে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের পূর্বেরচর গ্রামে তাকে দাফন করা হবে। জিহাদের মামা মনির হোসেন এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, রবিবার বাদ আসর জানাজা শেষে পূর্বপাড়া কবরস্থানে দাফন করা হবে শিশু জিহাদকে। এর আগে সকালে ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জিহাদের বাবা-মার হাতে তার লাশ হস্তান্তর করে। একটি এ্যাম্বুলেন্সে করে জিহাদের লাশ নিয়ে পরিবারের সদস্যরা শরীয়তপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয়।উল্লেখ্য, শাহজাহানপুরে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে রেলওয়ে কলোনির একটি পরিত্যক্ত পাইপের মধ্যে পড়ে যায় সাড়ে তিন বছর বয়সী শিশু জিহাদ। এর ২৩ ঘণ্টা পর ওই পাইপ থেকেই উদ্ধার করা হয় তার লাশ।ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করার আধা ঘণ্টার মাথায় স্থানীয়রা উদ্ধার করেন শিশু জিহাদের লাশ। শনিবার বিকেল ৩টার দিকে শাহজাহানপুর রেলওয়ে কলোনির পরিত্যক্ত পাইপ থেকেই নিজেদের তৈরী করা বর্শার মতো এ্যাঙ্গেল দিয়ে জিহাদকে টেনে তোলেন উদ্ধারকর্মীরা।শরীয়তপুরের উদ্দেশ্যে জিহাদের লাশ