চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই সেনাসদস্য শহীদুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় ছোট ভাই সফিকুল ইসলামকে (৩২) স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।নিহত শহীদুল ইসলাম উপজেলার নুনগোলা গ্রামের হামিদুল ইসলামের ছেলে।গোমস্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মোর্ত্তুজা জানান, বগুড়া সামরিক হাসপাতালে কর্মরত কর্পোরাল শহীদুল ইসলাম গত বৃহস্পতিবার ছুটিতে বাড়ি আসেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেলা সাড়ে ১১টার দিকে শহীদুল ইসলামের সঙ্গে ছোট ভাই সফিকুল ইসলামের জমি-জমা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সফিকুল তার বড় ভাই শহীদুলকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় স্থানীয়রা সফিকুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। মোহা. আব্দুল্লাহ/এআরএ/আরআইপি