দেশজুড়ে

জীবিত উদ্ধারের দুই ঘণ্টা পর মেছো বাঘের মৃত্যু

মানিকগঞ্জের সিংগাইরে জীবিত উদ্ধারের দুই ঘণ্টা পর প্রশাসনের হেফাজতে এক মেছো বাঘের মৃত্যু হয়েছে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাঘটির মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন উপজেলা বন কর্মকর্তা।বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের মানিকদহ গ্রামের কৃষক মনসুর আলীর বাড়িতে বাঘটি ধরা পড়ে।পুলিশ, বন কর্মকর্তা ও স্থানীয় সূত্র জানা যায়, সকালে মনসুর আলীর বাড়ির একটি পরিত্যক্ত ঘরে মেছো বাঘটি দেখতে পায় পরিবারের লোকজন। পরে গ্রামবাসী এগিয়ে এসে বাঘটিকে ঘিরে রাখে। খবর পেয়ে বন কর্মকর্তা ইউসুফ আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে জাল ও বস্তার সাহায্যে বাঘটি ধরে উপজেলা পরিষদে নিয়ে আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কয়েকশ মানুষ বাঘটি দেখতে ভিড় জমায়। এসময় সুস্থ থাকলেও কিছুক্ষণ পরেই বাঘটির মৃত্যু হয়।স্থানীয় বাসিন্দা বদর উদ্দিন জানান, ধরার সময় বাঘটিকে কেউ আঘাত করেনি। দুই পা বেঁধে তাকে পুলিশের গাড়িতে উপজেলায় নেয়া হয়েছে।সিংগাইর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়েদুজ্জামান জানান, বাঘ আটকের খবর পেয়ে বন কর্মকর্তার সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এসময় তারা বাঘটি জীবিত উদ্ধার করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে। বাঘটি হেফাজতের দায়িত্ব ছিল বন কর্মকর্তার। পরবর্তীতে মৃত্যুর বিষয়ে তিনি কিছুই জানেন না।অন্যদিকে, সিংগাইর উপজেলা বন কর্মকর্তা মো. ইউসূফ আলী জানান, ধরার পর থেকেই বাঘটি ভয়ে ছটফট করতে ছিল। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাঘটির মৃত্যু হয়েছে। এ ক্ষেত্রে কারো অবহেলা ছিল না। মৃত্যুর পর বাঘটিকে উপজেলা নার্সারিতে মাটি চাপা দেয়া হয়েছে।বি.এম খোরশেদ/এআরএ/আরআইপি