দেশজুড়ে

লক্ষ্মীপুরে আ.লীগের ১৩ নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্গলা ভঙ্গ করায় লক্ষ্মীপুর সদরে আওয়ামী লীগের ১৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্গলা অমান্য করে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় এবং প্রার্থীদের সহযোগিতা করায় ১৩ জনকে বহিষ্কার করা হয়।বৃহস্পতিবার রাত ৭ টার দিকে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিজন বিহারী বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের পরামর্শে তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা তাদের সদর উপজেলা ও স্ব-স্ব ইউনিয়নের বিভিন্ন সাংগঠনিক দায়িত্বে ছিলেন।বহিষ্কৃতরা হলেন, ভবানীগঞ্জ ইউনিয়নের আবদুল হালিম মাষ্টার, দিঘলী ইউনিয়নের ইসমাইল হোসেন, লোকমান হোসেন মাষ্টার, আবদুল মতিন, মো. মহসিন মেম্বার, আমিনুল হক আমিন উল্যা, কুশাখালী ইউনিয়নের মোশারফ হোসেন, এইচ এম এ খালেক মাষ্টার, সায়েব মাহমুদ মিন্টু, বেলাল চৌধুরী নয়ন, মুজিবুর রহমান, হাজীরপাড়া ইউনিয়নে নিজাম উদ্দিন মুন্না ও মান্দারী ইউনিয়নে ফিরোজ আলম খান।কাজল কায়েস/এমএএস/পিআর