দেশজুড়ে

অস্ত্র-ইয়াবাসহ বিএন‌পির ৫ নেতাকর্মী আটক

ভোলায় আগ্নেয়াস্ত্র ও মাদকসহ ইউনিয়ন বিএন‌পি এবং তার অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মী‌কে আটক ক‌রে‌ছে কোস্টগার্ড। এসময় তা‌দের কাছ থে‌কে এক‌টি আগ্নেয়াস্ত্র, ২১টি হাত‌বোমা, ৫৬৯ পিস ইয়াবা ও নগদ ৪৪ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়।

আটকরা হ‌লেন ভেদু‌রিয়া ইউনিয়‌নের বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর (৬৫) ও বিএন‌পি অঙ্গসংগঠনের কর্মী মো. মঞ্জু (৩৫), মো. জিয়া (৩০), আব্দুল ইব্বাস (৩০) এবং মো. সে‌লিম (২৬)। তাদের সবার বা‌ড়ি ভেদু‌রিয়া ইউনিয়‌নের বি‌ভিন্ন এলাকায়।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুর সা‌ড়ে ১২টার দি‌কে ভোলার খেয়াঘাট এলাকায় কোস্টগার্ড দক্ষিণ জো‌নের কার্যাল‌য়ের স্টাফ অফিসার অপা‌রেশন জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে রাত ২টার দি‌কে ভোলা সদ‌রের ভেদু‌রিয়া ইউনিয়‌নের বি‌ভিন্ন এলাকায় অভিযান চা‌লি‌য়ে আগ্নেয়াস্ত্র, হাত‌বোমা, ইয়াবা ও নগদ টাকাসহ ওই পাঁচজন আটক করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসীসহ বি‌ভিন্ন অপরাধমূলক কার্যক্রমের অভিযোগ র‌য়ে‌ছে।

জু‌য়েল সাহা বিকাশ/জেডএইচ/জিকেএস