গানের সুর-ছন্দে ও বাদ্যযন্ত্রের ঝংকারে ঝালকাঠিকে মাতিয়ে গেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী হৃদয় খান। বৃহস্পতিবার ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয় মাঠে “প্রাণ-আপ” এর সৌজন্যে অনুষ্ঠিত কনসার্টে স্থানীয় শিল্পীদের সঙ্গে গান পরিবেশন হৃদয় খান।দীর্ঘদিনের বিনোদন বঞ্চিত ঝালকাঠিবাসী বিনোদনের সুযোগ পেয়ে বিকেল ৩টা থেকেই অনুষ্ঠানস্থলে আসতে শুরু করে সকল বয়সের নারী-পুরুষ। এদের মধ্যে কিশোর, উঠতি বয়সী যুবক-যুবতীদের সমাগম ছিল তুলনামূলক বেশি। অনুষ্ঠানে প্রবেশে টিকিটের পরিবর্তে রাখা হয় প্রাণ-আপ বোতলের লেভেল।দর্শকরা বিনোদন উপভোগের জন্য স্বাচ্ছন্দে অংশগ্রহণ করেন। বিকেল ৫টা বাজতেই মঞ্চে উঠে সঙ্গিত পরিবেশ করেন শিল্পী রেশমী। সন্ধ্যা পর্যন্ত দর্শকদের মাতিয়ে রাখেন তিনি। এরপর মঞ্চে ওঠেন বরিশালের স্বনামধন্য শিল্পী মাসুম। তিনি রাত পৌনে ৮টা পর্যন্ত মাতিয়ে রাখেন।এরপরে আসেন সবার কাঙ্ক্ষিত শিল্পী হৃদয় খান। হৃদয় খান মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই দর্শকবৃন্দ “হৃদয়” “হৃদয়” বলতে থাকেন। এসময় হৃদয় খান ভক্তবৃন্দকে শান্ত হতে বলে শুরু করেন মিউজিক টেস্ট। এরপরে গানের পালা।২টি গান গেয়ে পরবর্তী গানে ঝালকাঠির একজন শিল্পীকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানান। মঞ্চে চলে আসে এক সময়ের ঝালকাঠির শিশু সংগঠক, বর্তমানে বিশ্ববিদ্যালয় ছাত্রী মুনিরা জাহান সুপ্তি। যৌথ গান পরিবেশন করে সব বয়সী নারী-পুরুষকে মাতিয়ে তোলেন হৃদয় খান।অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় ছিলো পুলিশ বিভাগের সদস্যরা। ব্যবস্থানায় সহযোগিতা করেন প্রাণ-আরএফএল গ্রুপের স্থানীয় ডিলার ও কর্মীরা।মো. আতিকুর রহমান/বিএ