দেশজুড়ে

পিরোজপুরে এক রাতে ৫ বাড়িতে চুরি

পিরোজপুরের নেছারাবাদে সিঁধ কেটে একই রাতে পাঁচটি ঘরে চুরির ঘটনা ঘটেছে। নগদ দেড়লাখ টাকা, দুই ভরি স্বর্ণালংকার এবং একটি মোবাইলফোন চুরি করে নিয়ে যায় চোর।

শনিবার (৫ মার্চ) রাতে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কুহুদশকাঠি গ্রামে এ চুরির ঘটনা ঘটে। এরপর থেকে ওই এলাকায় চোর আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিঁধ কেটে রিপন বৈদ্য, পার্থ বৈদ্য, প্রশান্ত বৈদ্য, সত্য বৈদ্য ও রমেন বৈদ্যের বাড়িতে ঢোকে চোরেরা। পরে চেতনানাশক স্প্রে করে মূল্যবান জিনিস, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে তারা। সকালে ঘুম থেকে উঠে বিষয়টি টের পান তারা।

ভুক্তভোগী রিপন বৈদ্য বলেন, ‘কয়েকদিন আগে এক লাখ ১০ হাজার টাকা দিয়ে একটি গরু বিক্রি করেছি। ঈদের ছুটির কারণে ব্যাংক বন্ধ ছিল। তাই ব্যাংকে টাকা রাখতে পারিনি। সব টাকাগুলো চোরে নিয়ে গেছে।’

আরেক ভুক্তভোগী শোভা রানী বড়াল বলেন, ‘রাত আড়াইটার দিকে গোয়ালঘরে বাঁধা গরুগুলো দেখে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখি আমার ব্যবহার করা দুটি সোনার চেইন নিয়ে গেছে। আমরা দিনমজুর। অনেক কষ্ট করে এই স্বর্ণটুকু জোগাড় করেছিলাম।’

গ্রামপুলিশ ইমরান হোসেন বলেন, ‘বর্তমানে কিছু অপরিচিত লোক ইউনিয়নে আনাগোনা করছেন। হয়তোবা তারাই এই চুরির সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন।’

ইউপি সদস্য কমলেশ রায় বলেন, এলাকায় কয়েকদিন ধরে চুরির ঘটনা ঘটছে। তবে ব্যস্ততার জন্য ঘটনাস্থলে যেতে পারিনি। শুনেছি চুরি হওয়ার নমুনাগুলো একই প্রকৃতির।

এ বিষয়ে নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এসআর/জিকেএস