নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন বিদেশি বিনিয়োগকারীদের একটি দল।
চার দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে তারা সেখানে পরিদর্শনে যান।
আরও পড়ুন বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে অভূতপূর্ব সাড়া: বিডা চেয়ারম্যান ‘বাংলাদেশ স্টার্টআপ কানেক্ট ২০২৫’ উদ্বোধন নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল গঠনপরিদর্শনকালে তারা বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিনিয়োগ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এর আগে সম্মেলনের প্রথম দিন সোমবার (৭ এপ্রিল) ৭০ জন বিনিয়োগকারীর একটি দল বিশেষ ফ্লাইটে চট্টগ্রামে যান। সেখানে তারা মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন।
এমইউ/এসএনআর/জিকেএস