দেশজুড়ে

কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে নিহত ১

কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের আনন্দ বাজারে অগ্নিকাণ্ডে একজন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন অন্তত ১০ জন। দগ্ধদের মধ্যে তিনজনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সাহেবের আলগা ইউনিয়নের চেয়ারম্যান এএম ফজলুল হক ও সাবেক মেম্বার আতাউর রহমান জানান, আনন্দ বাজারে মোজাম্মেলের পেট্রোল ও গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানে রাত সাড়ে ৯টার দিকে সিলিন্ডার বিষ্ফোরণে আগুন লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন আব্দুল কুদ্দুস (৩৫) নামে একজন।স্থানীয়দের চেষ্টায় ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় ৩০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে সাঈদ ঘটনার বিষয়ে বলেন, অগ্নিকাণ্ডের কথা আমরা শুনেছি।

নাজমুল হোসেন/এনএফ