দেশজুড়ে

সোনার বারসহ আ.লীগ নেতা ও সহযোগী আটক

সাতক্ষীরার বৈকারি সীমান্তের শিকড়ি এলাকা থেকে ১২টি সোনার বারসহ বিজিবির হাতে আটক হয়েছেন আতাউর রহমান নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও তার সহযোগী। শুক্রবার রাত ১০টার দিকে তাদের আটক করা হয়েছে।আটক আতাউর বৈকারী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আসাদুজ্জামানের ছোট ভাই ও ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক। আটক অপরজন হলেন প্রদীপ মন্ডল (৪২)।বিজিবি ৩৮ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন জানান, ভারতে সোনা পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী সীমান্ত এলাকায় অবস্থান নেয় বিজিবি। রাত ১০টার দিকে শিকড়ি রোড দিয়ে সীমান্তগামী একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে মোটরসাইকেল চালক পালানোর চেষ্টা করেন।এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে দু’জনকে আটক করেন। তাদের দেহ তল্লাশী করে এক কেজি চারশ গ্রাম ওজনের ১২টি সোনার বার উদ্ধার করা হয়; যার আনুমানিক মূল্য ৫৭ লাখ ২০ হাজার টাকা।এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আকরামুল ইসলাম/এনএফ