রাজনীতি

মার্চ ফর গাজার পথে শায়খ আহমাদুল্লাহ

মজলুম গাজার মানুষের পক্ষে সংহতি জানাতে এবং সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের বর্বর কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিতে রওনা হয়েছেন শায়খ আহমাদুল্লাহ।

শনিবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি মার্চ ফর গাজা কর্মসূচির পথে রওনা হয়েছেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন

সোহরাওয়ার্দী অভিমুখে মানুষের ঢল ফিলিস্তিনের পতাকা-ফিতা বিক্রির ধুম

ওই স্ট্যাটাসে শায়খ আহমাদুল্লাহ লেখেন, মজলুম গাজাবাসীর প্রতি সংহতি জানাতে এই মুহূর্তে আছি ‘মার্চ ফর গাজা’র পথে। মানবতার এ মিছিলে আপনিও আসুন সন্তানকে সাথে নিয়ে।

এসইউজে/এমআরএম/এমএস