দেশজুড়ে

সরকারি কাজে বাধা দেয়ায় কারাদণ্ড

সরকারি কাজে বাধা দেয়ার অপরাধে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নে হাকিমপুর ভোটকেন্দ্র এলাকায় সনজের আলী (৪৭) নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হরিনাকুন্ডু উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভিন এ কারাদণ্ড প্রদান করেন।সনজের আলী ওই উপজেলার হাকিমপুর গ্রামের ভাদু মন্ডলের ছেলে।হরিনাকুন্ডু উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভিন জানান, ভোটকেন্দ্রে সরকারি কাজে বাধা দেয়ার অপরাধে তাকে এ কারাদণ্ড প্রদান করা হয়। আহমেদ নাসিম আনসারী/এসএস/পিআর