নাটোরের সিংড়া উপজেলার ৫টি এবং বড়াইগ্রাম উপজেলার দুইটি ইউনিয়নে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা। শনিবার ভোটগ্রহণ চলাকালে দুপুরে প্রার্থীরা এ ঘোষণা দেন।ভোটকেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারা, ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া, ভোটকেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থীদের আসতে বাধা দেয়ার অভিযোগে তারা এই ভোট বর্জনের ঘোষণা দেন। যে সকল বিএনপি মনোনীত প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন তারা হলেন- শুকাশ ইউনিয়নের কুদ্দুস আকন্দ, শেরকোল ইউনিয়নের মিজানুর রহমান, হাতিয়ানদহ ইউনিয়নে আবুল মনছুর, তাজপুর ইউনিয়নে সাইদুর রহমান সাধু, চৌগ্রাম ইউনিয়নে এসএম খায়রুজ্জামান রঞ্জু এবং বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের হযরত আলী ও জোনাইল ইউনিয়নের আজিজুর রহমান। উল্লেখ্য, শনিবার সকাল থেকে সিংড়া উপজেরার ১২টি এবং বড়াইগ্রাম উপজেলার ৫টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। রেজাউল করিম রেজা/এসএস/আরআইপি