পুঁজিবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলের এক উদ্যোক্তা তার কাছে থাকা প্রতিষ্ঠানটির ৩৪ লাখ ৬ হাজার ২০০টি শেয়ার এক ছেলে ও এক মেয়েকে উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন।
তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার শেয়ার হস্তান্তর অথবা বিক্রির বিষয়টি মূল্য সংবেদনশীল হওয়ায় মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
ডিএসই জানিয়েছে, প্রতিষ্ঠানটির উদ্যোক্তা মো. মোজাম্মেল হোসেন তার কাছে থাকা শেয়ারের মধ্যে ২২ লাখ ৭০ হাজার ৮০০টি শেয়ার তার ছেলে মাহমুদ আল নাহিয়ানকে উপহার হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন ঈদের পর বাজার মূলধন হারালো ২ হাজার কোটি টাকাআর মেয়ে নওশীন ইশরাত প্রমিকে ১১ লাখ ৩৫ হাজার ৪০০টি শেয়ার উপহার হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই দুজনই রানার অটোমোবাইলের সাধারণ শেয়ারহোল্ডার।
ডিএসই জানিয়েছে, আগামী ৩০ এপ্রিলের মধ্যে এসব শেয়ার হস্তান্তর করা হবে। উপহার হিসেবে দেওয়া এই শেয়ার লেনদেন সিস্টেমের বাইরে হাত বদল হবে।
এমএএস/ইএ/জিকেএস