সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাকের সমর্থকদের হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মহররম আলীর ৩ কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ সময় একটি মোটরসাইকেল অগ্নিসংযোগ এবং আরও ৩টি মোটরসাইকেল ভাঙচুর করে নৌকা মার্কার সমর্থকরা। শুক্রবার গভীর রাতে ফাঁপোড় ইউনিয়নের কৈচড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার এ ব্যাপারে থানায় অভিযোগ হলে বিষয়টি জানাজানি হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, হাইকোর্ট থেকে মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর নির্বাচন অফিস থেকে প্রতীক বরাদ্দ নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মহররম আলী তার কর্মী-সমর্থকদের নিয়ে রাতে কৈচড় এলাকায় গণসংযোগে যান। এসময় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের কর্মী সমর্থকরা তাদের ওপর হামলা চালায়।হামলায় এজাজ আহম্মেদ আসলাম, সাহেল ও আব্দুল বাকী নামের তিনজন আহত হন। এদের মধ্যে এজাজ আহম্মেদ আসলামের অবস্থা আশঙ্কাজনক। তার পিঠে ছুরিকাঘাত করা হয়েছে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার তার শরীরে অস্ত্রপচার করা হয়েছে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আব্দুল মালেক জানান, রোগীর অবস্থা ভালো নয়। বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার এ ঘটনায় অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, হামলার সঙ্গে জড়িতদের ধরতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশি অভিযান চালানো হচ্ছে।এফএ/আরআইপি