জানালার পাশে জেগে জেগে
বন্ধন
লজ্জায় লাল গালেএক থোক বাবলাকাঠের চুলযেমন জ্যোৎস্না ভেসে ওঠে গভীর অরণ্যে
নরম বালিশে নিশাচর ঘুমনীরবতা কাটিয়ে ভোর
চুমু দেয় শিশিরে স্বর্ণালি ছবি
****
আজ তেরোবার তোমার হাসি মুছে দিয়েছিইনবক্স থেকে তোমার চুমুর ছাপওমুছেছি দশবার।
এখন আমার তালুতেতোমার তালুর উষ্ণতা খুঁজি…
****
মহামান্বিত রাতচাঁদ ভেসে ওঠে রেশমির তরঙ্গেএকদল নিঃশ্বাসহীন তারার সঙ্গে...
দৃষ্টিজুড়ে ভালো লাগার উন্মত্ততাআমি একা, অনেক দূরে আছে কেউ কেউরুপালি স্রোত বহুদূর পর্যন্ত...
পাপড় ওড়ে জোনাকির সঙ্গেনিঃশব্দে ভেঙে যাচ্ছে হৃদয়...
এসইউ/জেআইএম