জাতীয়

রাজধানীর তোপখানায় প্রায় ১২৩০ টেলিফোন বিকল

ক্যাবল চুরির কারণে রমনা এক্সচেঞ্জের আওতাধীন হাইকোর্ট, পিডব্লিউডি ভবন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এলাকার প্রায় ১২৩০ টেলিফোন বিকল হয়ে পড়েছে।গত ২৬ ডিসেম্বর রাতে যে কোন সময়ে হাইকোর্ট, পিডব্লিউডি ভবন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এলাকার পাঁচটি কেবিনেটের আওতায় ১৭০০ জোড়ার তিনটি ভূ-গর্ভস্থ ক্যাবল কে বা কারা কেটে ফেলে। ফলে সংশ্লিষ্ট এলাকার টেলিফোনসমূহ বিকল হয়ে পড়ে। এ বিষয়ে কাটার বিষয়ে শাহবাগ থানায় জিডি করা হয়েছে।তবে জরুরি ভিত্তিতে ক্যাবলসমূহ প্রতিস্থাপনের কাজ চলছে। আগামী ৪/৫ দিনের মধ্যে বিকল টেলিফোনসমূহ পুনরায় চালু করা সম্ভব হবে জানা গেছে। -বাসস