জাগো জবস

সপ্তাহের সেরা চাকরি: ১৮ এপ্রিল ২০২৫

দিন দিন কঠিন হয়ে যাচ্ছে চাকরির বাজার। বেকারত্বের হার বাড়ছে জ্যামিতিক হারে। এমন হতাশার মধ্যেও কিছু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান আশার আলো দেখায়। তবে তার জন্য নিজেকে আপডেট রাখতে হবে।

তাই চাকরিপ্রার্থীদের জন্য তুলে ধরা হলো সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞাপনগুলো। জাগো নিউজের সঙ্গে থাকুন, খুঁজে নিন আপনার পছন্দের চাকরি—

সরকারি চাকরি

৪৪ জনকে নিয়োগ রপ্তানি উন্নয়ন ব্যুরো, অনলাইনে আবেদন৫৪০ জনকে নিয়োগ দেবে জীবন বীমা কর্পোরেশনসিভিল সার্জনের কার্যালয়ে ৯৮ জনের চাকরিরর সুযোগ৩৩ জনকে নিয়োগ দেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়১৩ জনকে নিয়োগ দেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়৮৬ জনকে নিয়োগ দেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কৃষি তথ্য সার্ভিসে ১০ জনের নিয়োগ, এসএসসি পাসেও আবেদননিয়োগ দেবে তিতাস গ্যাস, আবেদন ফি ২২৩ টাকা৬৪ জনকে নিয়োগ দেবে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট২৩ জনকে নিয়োগ দেবে এনআইএলএমআরসি, এসএসসি পাসেও আবেদন

ব্যাংক ও আর্থিকপ্রতিষ্ঠানে চাকরি

নিয়োগ দেবে আল-আরাফাহ ইসলামী ব্যাংক, কর্মস্থল ঢাকানিয়োগ দেবে সিটি ব্যাংক, থাকছে না বয়সসীমাস্নাতক পাসে নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, কর্মস্থল ঢাকাঅফিসার নিয়োগ দেবে পদ্মা ব্যাংক, কর্মস্থল ঢাকাম্যানেজার নিয়োগ দেবে সিটি ব্যাংক, ২৪ বছর হলেই আবেদনঅ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে লংকাবাংলা ফাইন্যান্সঢাকায় নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স, থাকছে না বয়সসীমাজনবল নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, ৩৫ বছরেও আবেদননিয়োগ দেবে ব্যাংক এশিয়া, থাকছে না বয়সসীমাম্যানেজার নিয়োগ দেবে প্রাইম ব্যাংক, লাগবে স্নাতক পাস

শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি

৯ শিক্ষক নিয়োগ দেবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়রাজউক উত্তরা মডেল কলেজে পার্ট টাইম চাকরির সুযোগগ্রিন ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ, থাকছে না বয়সসীমাচাকরির সুযোগ দিচ্ছে বিইউবিটি, কর্মস্থল ঢাকা

বেসরকারি চাকরি

প্রাণ গ্রুপে মার্কেটিং অফিসার পদে চাকরির সুযোগ২০ জনকে নিয়োগ দেবে জেন্টল পার্ক, লাগবে স্নাতক পাসআরএফএল গ্রুপে সেলস এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগটেরিটরি ম্যানেজার নেবে শপআপ, থাকছে না বয়সসীমাজনবল নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, কর্মস্থল নারায়ণগঞ্জ৭০ হাজার টাকা বেতনে নিয়োগ দেবে ডিবিএল গ্রুপএইচএসসি পাসে নিয়োগ দেবে আড়ং, কর্মস্থল ঢাকাঅফিসার নিয়োগ দেবে সিটি গ্রুপ, কর্মস্থল নারায়ণগঞ্জঅ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে পলমল গ্রুপ, ৪২ বছরেও আবেদনএক্সিকিউটিভ নেবে ব্র্যাকনেট, কর্মস্থল কুমিল্লাম্যানেজার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, থাকছে না বয়সসীমাঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে ইউএস-বাংলাজনবল নিয়োগ দেবে বম্বে সুইটস, ২২ বছর হলেই আবেদনট্রেইনি এক্সিকিউটিভ নেবে কর্ণফুলী গ্রুপঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে আকিজ বেকারসওয়ালটনে নিয়োগ, ২২ বছর হলেই আবেদনের সুযোগসেলস বিভাগে নিয়োগ দেবে রূপায়ণ সিটি উত্তরাএইচআর বিভাগে নিয়োগ দেবে পারসোনা, থাকছে না বয়সসীমাজনবল নিয়োগ দেবে এসিআই মটরস, ২৫ বছর হলেই আবেদন

এনজিও

আয়েশা আবেদ ফাউন্ডেশনে অফিসার পদে চাকরির সুযোগস্নাতক পাসে নিয়োগ দেবে ওয়েভ ফাউন্ডেশন, কর্মস্থল খুলনানিয়োগ দেবে অ্যাকশনএইড, বেতন ৫৯ হাজার টাকানারী কর্মী নিয়োগ দেবে মেরী স্টোপস, বেতন ৩৫ হাজার১০ জনকে নিয়োগ দেবে হীড বাংলাদেশ, লাগবে স্নাতক পাসঅফিসার নিয়োগ দেবে আশা, বেতন ৪২ হাজার

এ ছাড়া সপ্তাহের অন্যান্য চাকরির খবর পেতে অনলাইন জব পোর্টাল জাগোজবস ডটকম ভিজিট করতে পারেন।

এমআইএইচ/এমএস