সাহিত্য

দগদগে দহনের দুঃখরা এবং অন্যান্য

দগদগে দহনের দুঃখরা

শহরের পথঘাট কোলাহলে ভেসে যায়পুড়ে যাওয়া রোদ্দুরে কার কী আসে যায়জ্বলজ্বলে নিয়ন আলো একা হাঁটি রাস্তায়মিছে প্রেম জমে আছে এক বুক সস্তায়!

দালানের ছাদগুলো বৃষ্টিতে ভেসে যায়ভালোবেসে ভাঙা মন প্রেমিকায় ফেঁসে যায়ফকফকে আকাশে মেঘ কেন জমে যায়ঢেকে দিয়ে সূর্যকে থাকে যেন পাহারায়।

ধুলো পড়া গাছগুলো নীরবেই বলে যায়প্রেমিকার আঁচলে কত প্রেম শোভা পায়চুপচুপ ভিজে তাই লাভ কী আস্থায়অতীতের মিছে প্রেম দিন গেলে পস্তায়!

শহরের প্রেমিকার তাতে কী আসে যায়হারানোর ব্যথা কি তার কাছে পৌঁছায় দগদগে দহনের দুঃখরা থেকে যায় প্রেমিকের শহরের স্মৃতি আর বেদনায়!

****

দুই মনে দুজনার ছিল এক আকাশ

বহুকাল দেখিনি আপনার হাসিমুখরাত জেগে হইনি অসুখের সুখ লিখি ঠিক কবিতা যায় কেটে রাতআপনাকে ভেবে আর হয় না প্রভাত!

বহুকাল রাখিনি ওই চোখে চোখতবু প্রেমখানি অগোচরে হোকদেখি ঠিক মুঠোফোনে ইনবক্সখানিউত্তর আসবেই ঠিক ঠিক জানি!

আপনি কি জেগে জেগে থাকবেন চুপচাইলেও মনখানি বাঁধবেন খুবএকাকীতে বারবার জল চোখ মুছেবলবেন এভাবেই সব দুঃখরা ঘুচে!

বহুকাল বহুবার নির্জন রাতেভারী হওয়া নিঃশ্বাস আপনার সাথে একসাথে বেঁধেছিল এক বসবাসদুই মনে দুজনার ছিল এক আকাশ!

এসইউ/এমএস