রাজনীতি

রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান চীনা মন্ত্রীর

দেশের অর্থনৈতিক উন্নয়ন ধরে রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সকলের নেতাদের প্রতি আহবান জানিয়েছেন সফররত চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং য়ি।রাজনৈতিক স্থীতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে সমঝোতার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।রোববার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ‘ফিরোজায়া’ চীনা সরকারের একটি প্রতিনিধি বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। পৌনে নয়টায় শুরু হওয়া প্রায় ঘন্টাব্যাপি বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বৈঠকের বিষয় বস্তুনিয়ে গণমাধ্যমে কথা বলেন।তিনি আরো বলেন, চীনের সঙ্গে দ্বি-পক্ষীয় উন্নয়নে বেগম খালেদা জিয়ার ভূমিকার প্রশংসা করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।চীনা সরকারের শুভেচ্ছা জানিয়ে বিএনপি চেয়ারপারসনকে চীনে সফরেরও আমন্ত্রণ জানানো হয় বলে জানান শমসের মবিন। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।