জাতীয়

ওয়ারীতে বাসা থেকে দম্পতির মরদেহ উদ্ধার, পাশেই মিললো চিরকুট

রাজধানীর ওয়ারীর একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- মো. মুঈদ (৩৫) ও তার স্ত্রী আইরিন আক্তার (৩০)।

মরদেহ উদ্ধারের সঙ্গে সঙ্গে কক্ষ থেকে একটি নোট চিরকুট উদ্ধার করা হয়েছে। তাতে ‘আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখাসহ আরও কিছু তথ্য লেখা রয়েছে।

রোববার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে ওয়ারী থানা পুলিশ।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাওসার আহমেদ জানান, খবর পেয়ে তারা ওয়ারীর জমজম টাওয়ারের পঞ্চম তলার একটি বাসায় খাটের ওপর থেকে দুজনের মরদেহ উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুপুরে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন গণিত পরীক্ষার ‘টেনশনে’ গলায় ফাঁস নিলেন এসএসসি পরীক্ষার্থী মগবাজারে প্রেমিকের সঙ্গে অভিমানে কলেজছাত্রীর গলায় ফাঁস

তিনি জানান, নিহত মুঈদ ক্যানসার আক্রান্ত ছিলেন। তার স্ত্রী আইরিন ঘর থেকে বের হতেন না। স্বামীর অসুস্থতায় তিনি বিষণ্ন থাকতেন। সে কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে আমাদের ধারণা। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এসআই মো. কাওসার আহমেদ আরও জানান, আইরিন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকার জয়নাল আবেদীনের মেয়ে। মুঈদ কুমিল্লার দাউদকান্দি থানার আড়াইকান্দি গ্রামের মুসা মিয়ার সন্তান। তারা ওয়ারীর জমজম টাওয়ারের (১৯/বি) পঞ্চম তলায় ভাড়া থাকতেন।

বাসার মালিক মো. নূর হোসেন আরিফ জানান, তারা চিরকুট লিখে গেছেন। চিরকুটে লিখেছেন, তাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তাদের যেন পারিবারিক কবরস্থানে দাফন করা না হয়। সরকারি কবরস্থানে দুজনকে যেন একই সঙ্গে দাফন করা হয়।

কাজী আল-আমিন/ইএ/জিকেএস