জাতীয়

ড. ইউনূসের কাছে প্রতিবেদন দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন।

রোববার (২০ এপ্রিল) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদের নেতৃত্বে এ প্রতিবেদন জমা দেওয়া হয়।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

আরও পড়ুনঐকমত্য কমিশনের প্রতিবেদনের পর সংসদ নির্বাচনের কাজ করতে বলল এনসিপিশান্তিরক্ষা মিশনে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে প্রেস ব্রিফিং করবে কমিশন। এতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সংক্রান্ত তথ্য তুলে ধরা হবে।

এমইউ/কেএসআর/জেআইএম