বৈষম্য নয় ভ্রাতৃত্ব হোক শপথ
দেশ চাই—ভেদাভেদ বলে শব্দ থাকবে নাথাকবে না কোনো জুলুম-অত্যাচার,নিপীড়ন-নির্যাতন, হত্যা-ধর্ষণ,নিদ্রামগ্ন অথবা গাঢ় নিস্তব্ধতাজাগিয়ে তুলবো— বাংলার বীর সূর্যসেন-তিতুমীর; কখনো করেনি নত শির, ভাসানী, জিয়াউর বিদ্রোহী নজরুল সাম্যে ছিল যার বোল। স্বপ্ন একটাই দেশ গড়ার সমাজ গড়ার, ভ্রাতৃত্ব গড়ারসাম্য ও সম্প্রীতি বন্ধনে সবুজ অরণ্য ঘেরা ভ্রাতৃত্বের রাষ্ট্র গড়ার।
****
আর নয় স্বৈরাচার
মনুষ্যত্ব শ্মশানে!ভালোবাসা খুঁজে পাওয়া দুষ্করজনে জনে—বাগান মালিকের কষ্টের ফসলধ্বংসে মাতোয়ারা শকুনের দলসৃষ্টি সে তো নিষ্ফল!
শত কষ্টে লালন করা স্বপ্ন অযাচিত ভাবেকলির কি অপরাধনির্মম প্রহারের আঘাতেকোমল ধ্বংসে বারবার—
মালির স্বপ্নকে ধ্বংস করলেহায়েনা নরপিশাচধিক্ জানোয়ার, ধিক্ স্বৈরাচার-দোসরক্ষমা নয়, সীমাহীন অভিশাপ।
এসইউ/জেআইএম