কাতারের দোহায় আর্থনা সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্মেলনের ফাঁকে দেশটির চ্যারিটির আন্তর্জাতিক কার্যক্রম বিভাগের সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা নাওয়াফ আব্দুল্লাহ আল হামাদির সঙ্গে বৈঠক করেছেন তিনি।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: ফিলিস্তিনের মানবিক দুর্ভোগ শুধু একটি অঞ্চলের নয়, মানবতার বিষয় কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকপ্রধান উপদেষ্টা চারদিনের সফরে ২১ এপ্রিল কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। আজ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একটি প্রবন্ধ উপস্থাপন করেন।
এর আগে ড. মুহাম্মদ ইউনূস সম্মেলনে তার বক্তব্যে বলেন, মানবাধিকারের প্রতি অবজ্ঞা এবং বিচারহীনতা যে কোনো উন্নয়নের পথে বড় হুমকি। ফিলিস্তিনে চলমান মানবিক দুর্ভোগ শুধু একটি অঞ্চলের বিষয় নয়, এটি মানবতার বিষয়।
এমইউ/এসএনআর/এএসএম