দেশজুড়ে

লক্ষ্মীছড়িতে অস্ত্রসহ দুই চাঁদাবাজ আটক

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই চাঁদাবাজকে আটক করেছে। রোববার বেলা ১২টার দিকে উপজেলা সদরের বেলতলীপাড়ার ধুরুংখাল এলাকা থেকে তাদের আটক করা হয়। লক্ষ্মীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মনিরুল হোসেনের নেতৃত্বে অভিযান তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি ৯ এম এম বোরের চায়না পিস্তল, তিন রাউন্ড গুলি, চাঁদা আদায়ের একটি তালিকা, দুইটি মোবাইল সেট, ৬ হাজার ৮৩৬ টাকা আটক উদ্ধার করা হয়।আটকরা হলেন, দুল্যাতলী ইউনিয়নের দেওয়ান পাড়া এলাকার মৃত সুরৎ চাকমার ছেলে অসিনি চাকমা (৫০) ও রাইঙ্গামাছড়া এলাকার ভুলন চাকমার ছেলে কিনাধন চাকমা (২০)। লক্ষ্মীছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহাদুজ্জামান জানান, এ ব্যাপারে অস্ত্র আইনে একটি মামলা রুজু করার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদ শেষে সকালে আটকদের খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/পিআর