পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন হোসেনকে (৩০) কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রিপন গয়েশপুর ইউনিয়নের হরিনারায়নপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। ছাগল চুরির ঘটনায় সালিশের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানায়। এদিকে পুলিশ এ হত্যাকাণ্ডের পর পরই অভিযান চালিয়ে ঘাতক শফিকুল ও তার বাবা আজিজ মৃধাকে আটক করে।পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, আজিজ মৃধার ছেলে শফিকুল ইসলামসহ কয়েকজন শবে-বরাতের আগের রাতে মানিকনগর গ্রামের জনৈক ইজিবর প্রামাণিকের একটি ছাগল চুরির পর জবাই করে খেয়ে ফেলে। এনিয়ে রোববার দুপুর আড়াইটার দিকে এলাকায় সালিশ বৈঠক বসলে চুরির ঘটনার সত্যতা প্রমাণ হওয়ায় রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শফিকুলকে ১৫ হাজার টাকা জরিমানা ও ১০টি লাঠির বাড়ি শাস্তি নির্ধারণ করেন। এ ঘটনায় শফিকুল ক্ষুব্ধ হয়ে বিকেল ৫টার দিকে রিপনকে তার বাড়ির পাশে একা পেয়ে উপর্যৃপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত রিপনকে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিপনকে মৃত ঘোষণা করেন।ওসি হাসান আরও জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক শফিকুল ও তার বাবা আজিজ মৃধাকে আটক করে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পাবনা থানায় মামলার প্রস্তুতি চলছিল।এদিকে গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কালু মণ্ডল জাগো নিউজকে জানান, নিহত রিপন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। আমরা তার হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।একে জামান/ এমএএস/পিআর