তরুণ নির্মাতা সন্দীপ কুমার মিস্ত্রী। তার প্রামাণ্যচিত্র ‘দ্য প্রফেসর (জ্যোতির্ময়)’ ভারতের আহমেদাবাদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ২৫ এপ্রিল বিদেশি চলচ্চিত্র বিভাগে সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার জিতেছে। ২৫ এপ্রিল আহমেদাবাদ শহরের ট্যাগোর হলে এ দিন দুপুরে শুরু হয় তিন দিনব্যাপী এ উৎসবের গ্র্যান্ড অ্যাওয়ার্ড পর্ব।
এবারের উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের তিন হাজারেরও বেশি চলচ্চিত্র জমা পরেছিল। তাই পুরস্কার গ্রহণ করে প্রথমেই জুরি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান নির্মাতা সন্দীপ মিস্ত্রী। তিনি তার বক্তব্যে বলেন, ‘পুরস্কার প্রাপ্তি সবসময়ই আরও ভালো কাজ করার উৎসাহ দেয়।’
প্রামাণ্যচিত্র প্রসঙ্গে সন্দীপ বলেন, ধর্মীয় সংখ্যালঘু অথবা যেকোনো রাজনৈতিক পরিচয়ে মানুষ হত্যা কোনোভাবেই কাম্য নয়।’ সবাইকে আরও বেশি মানবিক হওয়ার আহ্বান জানিয়ে সন্দীপ বক্তব্য শেষ করেন।
‘দ্য প্রফেসর (জ্যোতির্ময়)’ প্রামাণ্যচিত্রটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী ড. জ্যোতির্ময় গুহঠাকুরতার জীবন ও কর্মের উপরে ভিত্তি করে নির্মিত। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইংরেজি বিভাগের অধ্যাপক ও জগন্নাথ হলের প্রোভোস্ট, ছাত্রদের প্রিয় অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা।
আরও পড়ুন:
ড. জ্যোতির্ময় গুহঠাকুরতাকে নিয়ে সন্দীপের প্রামাণ্যচিত্র ‘বেদের মেয়ের রাজকুমার’ থেকে রাজনৈতিক দলনেতা৭২ মিনিট দৈর্ঘ্যের এ প্রামাণ্যচিত্রটি প্রযোজনা করেছেন অধ্যাপক মেঘনা গুহঠাকুরতা। প্রামাণ্যচিত্রটি দেশে এবং দেশের বাইরে বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।
এমএমএফ/এমএস