প্রবাস

মালয়েশিয়ায় ৭ বাংলাদেশিসহ ৪৯ অভিবাসী আটক

বাংলাদেশিসহ ৪৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন। শুক্রবার (২৫ এপ্রিল) মালয়েশিয়ার নিলাই এলাকার দেশা পালমার আশপাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল (অপারেশনস) জাফরি এমবক তাহা এক বিবৃতিতে বলেন, অভিযানে মোট ২৬০ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এদের মধ্য থেকে ইন্দোনেশিয়ার দুইজন পুরুষ এবং চার নারী, বাংলাদেশের সাতজন পুরুষ, মিয়ানমারের ১৪ জন পুরুষ, নেপালের চারজন পুরুষ, ভারতের ৮ জন পুরুষ এবং এক নারী, পাকিস্তানের ৫ জন পুরুষ, নাইজেরিয়ার দুইজন পুরুষ এবং ইয়েমেনের দুইজন পুরুষ রয়েছেন।

আরও পড়ুন

২২ বাংলাদেশিসহ ৫০ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া তিন মাসে মালয়েশিয়ায় ১৯ হাজার ৩৬১ অবৈধ অভিবাসী আটক

আটকদের কোনো বৈধ পাস বা নথি নেই। কেউ কেউ অনুমোদিত সময়ের বেশি সময় ধরে অবস্থান করছিলেন।

ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ১৫(১)(সি) এবং ধারা ৬(১)(সি) এর অধীনে তদন্ত করা হচ্ছে। তদন্ত এবং পরবর্তী পদক্ষেপের জন্য আটকদের লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

কেএসআর/এমএস