দেশজুড়ে

ভোট কেন্দ্রে অনিয়ম : দুই কর্মকর্তা বহিষ্কার

নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট কেন্দ্রের প্রিজাইডিং ও পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় দুই মাসের জন্য চাকরি থেকে সাময়িক বহিষ্কার করেছে নির্বাচন কমিশন (ইসি)।নোয়াখালী জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ মনির হোসেন জাগো নিউজকে জানান, সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের কালাইরাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট গ্রহণের আগের দিন রাতে (শুক্রবার) একদল সন্ত্রাসী ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়।এ ঘটনা জানার পর ভোটগ্রহণ শুরুর আগেই সকাল ৭টার সময় কেন্দ্রটি স্থগিত করা হয়। এছাড়া দায়িত্ব পালনে ব্যর্থ হওয়া ও অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার লিটন চন্দ্র চত্তবর্ত্তী ও দায়িত্ব প্রাপ্ত পুলিশ কর্মকর্তা মাসুদ কামালকে দুই মাসের জন্য চাকরি থেকে সাময়িক বহিষ্কার করেন নির্বাচন কমিশনার।প্রসঙ্গত, নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯টি ইউনিয়নে শনিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ব্যাপক অনিয়ম, জালভোট ও কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে ২৭টি কেন্দ্র স্থগিত করা হয়েছে। এর মধ্যে ছাত্তারপাইয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী আবদুর রহমান ও ডমুরুয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। এরপর বাকি সাতটি ইউনিয়নের নির্বাচন পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে।

মিজানুর রহমান/এআরএ/এনএফ