দেশজুড়ে

শৈলকুপায় আ.লীগ-জেপির চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের ও জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।রোববার রাতে উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।সংঘর্ষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শিহাব মোল্লাসহ ছয়জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে চারটি মোটর সাইকেল।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাব্দার হোসেন মোল্লা ও জাতীয় পার্টির (আনোয়ার হোসেন মঞ্জু, জেপি) প্রার্থী মিজানুর রহমান বাবুলের কর্মী-সমর্থকরা ভোট চাইতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বভাবিক রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আহমেদ নাসিম আনসারী/এনএফ