ন্যাপ ভাসানীর পর বিএনপির লিয়াঁজো কমিটির সঙ্গে বৈঠকে বসেছে আমজনতার দল। সোমবার (২৮ এপ্রিল) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রথম বৈঠক শুরু হয় বিকেল ৩টা ২৫ মিনিটে। ন্যাপ ভাসানীর সভাপতি আজহারুল ইসলামের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।
আরও পড়ুন বৈঠকে বিএনপি-ন্যাপএরপর বিকেল ৪টা ২০ মিনিটে শুরু হয় আমজনতার দলের সঙ্গে বৈঠক। দলের সভাপতি মশিউজ্জামানের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদল এতে অংশগ্রহণ করে।
বিএনপির পক্ষে উভয় বৈঠকে নেতৃত্ব দেন লিয়াঁজো কমিটির প্রধান ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
কেএইচ/ইএ/এএসএম