দেশজুড়ে

দুই কিশোরীকে ‘যৌনকর্মে’ বাধ্য করার অভিযোগে দম্পতি গ্রেফতার

ঢাকায় পোশাক কারখানায় চাকরির প্রলোভন দেখিয়ে দুই কিশোরীকে কক্সবাজারে নিয়ে যৌনকর্মে বাধ্য ও পাচারের অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরান (রহ.) থানার পীরের বাজার টিকেরপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন, মুরাদ আহমেদ রাজু ও তার স্ত্রী শাহনাজ। দুপুরে এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ৮ এপ্রিল শাহপরান (রহ.) গেট হতে ১৬ বছর বয়সী দুই কিশোরীকে ঢাকায় পোশাক করাখানায় চাকরির প্রলোভন দেখিয়ে কক্সবাজারে পাঠান তাদের প্রতিবেশী শাহনাজ ও তার স্বামী মুরাদ আহমেদ রাজু। সেখানে দুটি হোটেলে ১৫ দিন আটকে রেখে যৌনকর্মে বাধ্য করেন তারা।

পুলিশ আরও জানায়, ভিকটিমরা সিলেটে ফিরে এসে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। এ ঘটনায় একজন কিশোরীর মা বাদী হয়ে ২৮ এপ্রিল মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে শাহপরান (রহ.) থানায় করেন। পরে তাৎক্ষণিক শাহপরান (রহ.) থানা পুলিশ অভিযান চালিয়ে পীরের বাজার টিকেরপাড়া এলাকা হতে মামলার প্রধান আসামি শাহনাজ ও মুরাদ আহমেদ রাজুকে গ্রেফতার করে।

এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গ্রেফতার দুজনকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানো নির্দেশ দেন।

আহমেদ জামিল/আরএইচ/জিকেএস