রাজনীতি

জামায়াত আমিরের সঙ্গে চ্যাথাম হাউসের সিনিয়র ফেলোর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চ্যাথাম হাউস যুক্তরাজ্যের সিনিয়র ফেলো প্যাট্রিক শ্রোয়েডার।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় প্যাট্রিক শ্রোয়েডারের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্থানীয় গবেষণা সহযোগী মামুনুর রহমান।

আরও পড়ুনজনগণ ভোট চাইছে না, কীভাবে বুঝলেন? নির্বাচনের দাবি নিয়ে সিইসির সঙ্গে বৈঠকে বসবে বিএনপি 

বৈঠকে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, উন্নয়ন-অগ্রগতি, বাংলাদেশের গণতন্ত্র, নারী অধিকার, বাংলাদেশে বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, বৃত্তাকার অর্থনীতি এবং ভবিষ্যতে যুক্তরাজ্যের সঙ্গে ব্যবসা বজায় রাখার জন্য দলের অবস্থানসহ নানান বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের ও সাসেক্স অ্যালামনাই সদস্য আলী আহমেদ তাহকিক।

এএএম/কেএসআর