দেশজুড়ে

বাড়ির আঙিনায় কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেলো গৃহবধূর

বরিশালের আগৈলঝাড়ায় বজ্রপাতে শারমিন খানম (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাগধা ইউনিয়নের মধ্য আমবৌলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শারমিন উপজেলার বাগধা ইউনিয়নের মধ্য আমবৌলা গ্রামের শাহিন হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

আরও পড়ুনবজ্রপাতে একদিনে ১৭ জনের মৃত্যু ওসমানী হাসপাতালে রোগীর স্বজনকে চিকিৎসকের লাথি, তদন্ত কমিটি গঠন 

জানা গেছে, শারমিন খানম বাড়ির আঙিনায় কাজ করছিলেন। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতে তিনি আহত হন। এরপর তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী গোপালগঞ্জের কোটালীপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের বরাত দিয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান বলেন, সন্ধ্যার আগে বাগদা ইউনিয়ন এলাকায় আকস্মিক বজ্রপাতে অসুস্থ হয়ে পড়েন শারমিন খানম। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাওন খান/কেএসআর